Logo
Logo
×

আনন্দ নগর

সহসাই শুটিংয়ে ফিরছেন না মেহজাবিন চৌধুরী

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহসাই শুটিংয়ে ফিরছেন না মেহজাবিন চৌধুরী

ছবি সংগৃহীত

কোরবানির ঈদের ছুটি কাটিয়ে অনেকেই শুটিংয়ে ফিরলেও সহসাই না ফেরার কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এমনিতেই ঈদের আগে করোনাভাইরাসের প্রকোপে শুটিংয়ে ফেরা নিয়ে ঝামেলায় পড়েছিলেন।

তাই ঈদের পর পরিস্থিতি বুঝেই শুটিংয়ে ফিরবেন। এরই মধ্যে কয়েকটি নাটকের পাণ্ডুলিপি পেয়েছেন। সেগুলো দেখেছেন। কিন্তু শুটিংয়ের পরিকল্পনা করেননি। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘ঈদের আগে বেশ ঝামেলায় পড়েছিলাম।

তারপরও সেটি কাটিয়ে কয়েকটি নাটকে অভিনয় করেছি। ঈদের পর সে ঝামেলায় যাতে দ্বিতীয়বার না পড়ি তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। আপাতত শুটিং করছি না। সপ্তাহখানেক সময় যাক। তারপর ভেবে দেখব।’

মেহজাবিন চৌধুরী শুটিংয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম