Logo
Logo
×

আনন্দ নগর

আইনজীবী হয়ে লড়ছেন সেলিম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আইনজীবী হয়ে লড়ছেন সেলিম

ছবি সংগৃহীত

শুটিংচলতি শাকিব খানের নতুন ছবি ‘নবাব এলএলবি’তে এ নায়কের সঙ্গেই উকিল হয়ে লড়ছেন শহীদুজ্জামান সেলিম। শাকিব খান এ ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। সেলিমের চরিত্র একই।

ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। বর্তমানে এ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘বড় পর্দায় উপস্থিত হওয়াটা সব সময়ই রোমাঞ্চকর। তাই নাটকের ফাঁকে ফাঁকে ছবিতে অভিনয় করি।

এ ছবির গল্প এবং আমার চরিত্র দুটিই ভালো লেগেছে। ব্যাপক আয়োজন করেই এর শুটিং হচ্ছে এখন।’ অন্যদিকে রায়হান রাফির পরিচালনায় ‘পরান’ এবং শামীম আহমেদ রনির পরিচালনায় ‘আগস্ট ১৯৭৫’ নামের দুটি ছবিতেও অভিনয় করেছেন সেলিম।

বর্তমানে এগুলোর মুক্তির প্রস্তুতি চলছে। এ ছাড়া দীর্ঘদিন পর মঞ্চ নাটক নির্দেশনা দিচ্ছেন সেলিম। ঢাকা থিয়েটারের ব্যানারে নির্মিতব্য এ নাটকের নাম ‘একটি লৌকিক ও অলৌকিক স্টিমার’। এর রচয়িতা আনন জামান। এতে ঢাকা থিয়েটারের ১৫ জন সদস্য অভিনয় করবেন।

শহীদুজ্জামান সেলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম