Logo
Logo
×

আনন্দ নগর

যৌথ প্রযোজনায় জিতু দীপা ও সুষমা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

যৌথ প্রযোজনায় জিতু দীপা ও সুষমা

ছবি সংগৃহীত

প্রথমবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জিতু আহসান, দীপা খন্দকার ও সুষমা সরকার। একটি টেলিফিল্মের তারা তিনজন অভিনয় করছেন। এর নাম ‘যৌথ প্রযোজনা’।

এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করেছেন অভিনেতা মাজনুন মিজান। এর গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, স্বামী-স্ত্রীর মধ্যকার বিবাদ সমাধানের জন্য তাদের মধ্যে মধ্যস্থতা করতে আসেন একজন অ্যাডভোকেট।

ঘটনাক্রমে এক সময় স্বামীকে গ্রেফতার করতে আসে পুলিশ। পরিচালনার পাশাপাশি এতে অ্যাডভোকেটের চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান।

টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে জিতু আহসান বলেন, ‘দর্শক সাধারণত যে ধরনের গল্প দেখার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন যৌথ প্রযোজনা ঠিক তেমনি গল্পের একটি কাজ।

আশা করছি দর্শকের ভালো লাগবে।’ দীপা খন্দকার বলেন, ‘গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবাই মিলে দারুণ একটি কাজ করেছি।’ সুষমা বলেন, ‘মিজান ভাইয়ের পরিচালনায় এবারই প্রথম কাজ করেছি।

গোছানো ছিল তার ইউনিট। সহশিল্পীরাও ছিলেন বেশ আন্তরিক। যে কারণে কাজটি উপভোগ করতে পেরেছি।’ ১৬ অক্টোবর বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

জিতু দীপা ও সুষমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম