Logo
Logo
×

আনন্দ নগর

সুপার ওম্যান নুসরাত ফারিয়া

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সুপার ওম্যান নুসরাত ফারিয়া

ছবি সংগৃহীত

সুপার ওম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তবে কোনো সিনেমা বা নাটক নয়। বিজ্ঞাপনে তাকে এমন চরিত্রে দেখা যাবে। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলায় কমিক চরিত্র খুব পছন্দ করতাম। সেগুলো দেখেই আমার শৈশব কেটেছে। তার মধ্যে অনেক সুপারহিরো রয়েছেন। অনেক দিনের স্বপ্ন এ ধরনের চরিত্রে অভিনয় করব।

অবশেষে এ বিজ্ঞাপনের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হল। আশা করছি এটি উপভোগ্য হবে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানিয়েছেন তিনি।

নুসরাত ফারিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম