Logo
Logo
×

আনন্দ নগর

ডিএমএস থেকে প্রকাশ হল শেখ সাদীর গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হয়েছে এ সময়ের প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী শেখ সাদীর নতুন গান ‘কেউ কারও ভালো চায় না’। গানটি লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীতায়োজন ও ভিডিও নির্মাণ করেছেন আলভী আর বেরুনী। গানটি প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘এ গানের সঙ্গে সব শ্রেণির শ্রোতা-দর্শক কানেক্টেড হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এখন দেখা যায়, আমরা বাস্তবতার চেয়ে সোশ্যাল মিডিয়ার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছি দিনদিন। আবার এটাও দেখা যাচ্ছে, নিজেরা কী পেলাম তা নিয়ে শোকরিয়া আদায় করার চেয়ে অন্যে কী করছে না করছে সেটা নিয়ে আলোচনা সমালোচনা করছি। এমন সব বিষয়ের ওপরই মূলত আমার নতুন গানটি গাওয়া। আশা করছি গানটি সবার ভালো লাগবে। আবারও ধন্যবাদ ডিএমএস পরিবারকে আমার নতুন গান প্রকাশের জন্য।’ এর আগে ডিএমএস থেকে একই শিল্পীর ‘মন’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম