Logo
Logo
×

আনন্দ নগর

প্রকাশের অপেক্ষায় প্রয়াত অভিনেত্রী লরেন মেন্ডেসের শর্টফিল্ম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রকাশের অপেক্ষায় প্রয়াত অভিনেত্রী লরেন মেন্ডেসের শর্টফিল্ম

ছবি সংগৃহীত

চলতি বছরের আগস্টে আত্মহত্যা করেন মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। মৃত্যুর আগেই তিনি শেষ করে গিয়েছিলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। নাম ‘গল্পটা এমনই ভালো’।

এটি রচনা জাহিদ প্রীতম এবং পরিচালনা করেছেন মুহতাসিম তকির। এতে লরেন মেন্ডেস ছাড়া আরও অভিনয় করেছেন ইমরান সওদাগর, আদনান চৌধুরী, সালাম খান ও রাফি। শর্টফিল্মটি লরেনকে উৎসর্গ করা হয়েছে।

৪ ডিসেম্বর বৃক্ষ ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এর আগে প্রকাশ হবে শর্টফিল্মের গান। মাহমুদ হায়াৎ অর্পণের সুর ও সঙ্গীতায়োজনে এর টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন অর্পণ ও মিথিলা রহমান শশী। এটি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্টের ইউটিউবে প্রকাশ হবে।

অভিনেত্রী লরেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম