ছবি সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বছর ঘুরে আবারও আসছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায় মহান বিজয় দিবস। করোনা মহামারীর এ দুঃসময়েও দেশের টেলিভিশন চ্যানেলগুলো বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দেশপ্রেমের নাটকই প্রাধান্য পাবে বলে জানা গেছে। দেশের রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিজয় দিবস উপলক্ষে একাধিক বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। আলোচনা ও গানের অনুষ্ঠানের পাশাপাশি চ্যানেলটিতে প্রচার হবে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি। নাম ‘আমার বাবার নাম’। এসএম হারুন-অর-রশীদের রচনায় এটি পরিচালনা করেছেন ফজলে আজিম জুয়েল। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, জয় রাজ ও নাইরুজ সিফাত প্রমুখ।
বৈশাখী টিভিতে দিনভর চলবে বিজয় দিবসের বিশেষ আয়োজন। অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে ‘সিঁদুর’ নামে একটি বিশেষ নাটকও। মো. আশিকুর রহমানের পরিচালনায় নির্মিত এ নাটকটি রাত ১১টায় প্রচার হবে। এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও নুসরাত ইমরোজ তিশা। আরটিভিতেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে বিজয় দিবস। টকশো ও গানের অনুষ্ঠানের সঙ্গে রয়েছে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে বিশেষ নাটক ‘তৃতীয়জন’। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন।
বাংলাভিশনেও রয়েছে একটি বিশেষ নাটক। ‘জননীর চোখ’ নামের বিজয় দিবসের এ নাটকটি লিখেছেন সৈয়দ ইকবাল এবং পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও শাহেদ আলী সুজন প্রমুখ।
মাছরাঙা টিভিতে বিজয় দিবসে প্রচার হবে একটি টেলিফিল্ম। ‘রানার’ নামের টেলিফিল্মটির চিত্রনাট্য তৈরি করেছেন সেলিম আহমেদ এবং পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান ও শতাব্দী ওয়াদুদ। দেশ টিভিতে বিজয় দিবসে প্রচার হবে বিশেষ নাটক ‘বিজয় হেয়ার ড্রেসার’। ইমরান ইমন, ইমরুল সাঈদ ও ইফতেখার আহমেদ ওশিনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, এফএস নাঈম ও শবনম ফারিয়া। এনটিভিতেও বিজয়ের একটি নাটক প্রচার হবে। সাইফুল জাহিদের রচনা ও পরিচালনায় ‘রায়ট লতা’ নামে এ নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইন্তেখাব দিনার। নাগরিক টিভিতে বিজয় দিবসে প্রচার হবে বিশেষ নাটক ‘ছবির মানুষ’। মোবারক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আশরাফী মিঠু। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহেদ শরীফ খান।
