বঙ্গবন্ধু আবৃত্তি পদক পাচ্ছেন গোলাম মুস্তাফা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তন করা হয়েছে আবৃত্তি পদক। এমনটাই ঘোষণা দিয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। পরিষদের পক্ষ থেকে প্রতি বছর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী অক্টোবরে জাতীয় আবৃত্তি উৎসবের প্রথমদিনে দেশবরেণ্য অভিনয়-আবৃত্তি শিল্পী গোলাম মুস্তাফাকে মরণোত্তর এ পদক দেওয়া হবে। পদক প্রবর্তনের অনুমোদনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ করেছে পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় আবৃত্তি সমন্বয় পরিষদ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এমপি। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্।
