Logo
Logo
×

আনন্দ নগর

করোনায় ভিন্ন আঙ্গিকে বৈশাখী পাঁচফোড়ন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনায় ভিন্ন আঙ্গিকে বৈশাখী পাঁচফোড়ন

গত দেড় যুগ ধরে প্রতি বছরই বিশেষ দিবসগুলোতে প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত তার মালিকানাধীন প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের ব্যানারে ‘পাঁচফোড়ন’ নামে একটি অনুষ্ঠান তৈরি করেন। এটি প্রচার হয় এটিএন বাংলায়। এবারও বাংলা নববর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠানটির বিশেষ একটি পর্ব তৈরি করেছেন। এবারের অনুষ্ঠানটি একেবারেই ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে।

ফাগুন অডিও ভিশন জানিয়েছে, টকশোর আঙ্গিকে তৈরি এ বৈশাখী পাঁচফোড়নে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয়- বিশেষ করে করোনা আক্রান্ত বৈশাখী মেলা, করোনা সচেতনতামূলক বিভিন্ন বক্তব্য, বাংলা নববর্ষ ও আমাদের সাংস্কৃতিক-ঐতিহ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হতে থাকবে। তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং। অনুষ্ঠানে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনয়শিল্পী মীর সাব্বির ও সাজু খাদেম। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে তিনটি। একটি গান গেয়েছেন বাউল শিল্পী শফি মন্ডল। গানটি লিখেছেন এবং সুর করেছেন তিনি নিজেই। সংগীতায়োজন করেছেন মেহেদী। কবির বকুলের কথায় একটি গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও তার বন্ধুরা। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। বৈশাখ নিয়ে আরেকটি গান গেয়েছেন শিল্পী আকবর উদাসী। এ গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।

এ ছাড়া রয়েছে বটবৃক্ষ এবং বটবৃক্ষপ্রেমী পাবনার ফরিদপুর উপজেলার ইদ্রিস আলী খানের ওপর একটি প্রতিবেদন, চাঁপাইনবাবগঞ্জ সদরের নাচোল উপজেলার টিকইল গ্রামের দাসু চন্দ্র বর্মণের ওপর একটি প্রতিবেদন, ময়মনসিংহ জেলার সদর উপজেলার আকুয়া গ্রামের রেজাউল করিম আসলামের ওপর একটি প্রতিবেদন, যিনি লোকসংগীতের বিকাশ ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সংগ্রহ করছেন বিভিন্ন দেশীয় বিরল বাদ্যযন্ত্র। আরও রয়েছে বৈশাখের ওপর বেশ ক’টি ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ। অনুষ্ঠানটি ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে।

করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম