করোনামুক্ত হলেন মৌসুমী
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছেলের বিয়ের আয়োজন করতে গিয়ে করোনাভাইরাতে সংক্রমিত হন চিত্রনায়িকা মৌসুমী। একমাত্র স্বামী ওমর সানী ছাড়া ছেলে, মেয়ে এবং পুত্রবধূও ভাইরাসে আক্রান্ত হন। ডাক্তারের পরামর্শে ঘরেই চিকিৎসা নিয়ে এরই মধ্যে সপরিবারে করোনামুক্ত হয়েছেন মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানী।
তিনি বলেন, ‘আমার পরিবারের সবাই করোনামুক্ত হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে, সবাই করোনা নেগেটিভ হয়েছে। তারপরও আমরা সবাই বেশ সতর্ক আছি এখনো। প্রত্যেকেরই উচিত সচেতন থাকা। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া। যতটা সতর্ক থাকা যায় ততটাই নিজের এবং পরিবারের জন্যই ভালো।’ মৌসুমী বলেন, ‘আমার এবং আমার সন্তান, পুত্রবধূর করোনায় আক্রান্ত হওয়া নিয়ে দেশ-বিদেশে অসংখ্য ভক্ত-দর্শকের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা দেখেছি এবং প্রতি মুহূর্তে তারা আমার পরিবারের খোঁজ নিয়েছেন, তাতে সত্যিই আমি বিস্মিত হয়েছি। সবাই আমাদের এত ভালোবাসেন তা নতুন করে উপলব্ধি করেছি।
মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমরা সবাই করোনামুক্ত হয়েছি। তারপরও আমরা সবাই এখনো বেশ সচেতন আছি। কারণ করোনা থেকে মুক্ত হওয়ার পর শরীর অনেকটাই দুর্বল থাকে। তাই প্রত্যেকেই নিজেদের শরীরের যত্ন নিচ্ছি। আপনারাও সবাই সচেতন থাকবেন, নিজেদের পরিবারের কথা ভেবে হলেও করোনা থেকে যতটা নিজেদের নিরাপদে রাখা যায় সে দিকটা খেয়াল রাখবেন। কারণ করোনা কারও কারও জন্য ভীষণ ভয়ংকর। তাই নিজে সচেতন থাকি, পরিবার এবং অন্যদেরও নিরাপদে রাখি।’
