Logo
Logo
×

আনন্দ নগর

একসঙ্গে ভয়েস অব আমেরিকা ও বাংলা রেডিও

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাংলা রেডিও ৯৫.২ এফএম ও বিশ্বখ্যাত আন্তর্জাতিক রেডিও ব্রডকাস্টিং সার্ভিস ভয়েস অব আমেরিকা একসঙ্গে কাজ করার জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। ১৫ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে ভয়েস অব আমেরিকার জনপ্রিয় অনুষ্ঠানগুলো বাংলা রেডিওতে সম্প্রচার করা হচ্ছে। আন্তর্জাতিক গান নিয়ে ভয়েস অব আমেরিকার জনপ্রিয় অনুষ্ঠান ‘বর্ডার ক্রসিং’ প্রতি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে বাংলা রেডিওতে সম্প্রচার করা হচ্ছে। ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহী শ্রোতাদের জন্য প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা ১৫ মিনিট ও ১১টা ১৫ মিনিটে বাংলা রেডিওতে সম্প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকার ‘ইংলিশ ইন টু মিনিটস’ অনুষ্ঠানটি। এছাড়াও শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ‘ভয়েস অব আমেরিকা হিটস’ নামে অন্য আরেকটি অনুষ্ঠান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম