Logo
Logo
×

আনন্দ নগর

নতুন গান নিয়ে ব্যস্ত ঝিলিক

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নতুন গান নিয়ে ব্যস্ত ঝিলিক

দীর্ঘ সময় ঘরবন্দি থাকার পর চলতি বছরের শুরু থেকেই কাজে নিয়মিত হয়েছেন এ সময়ের সংগীতশিল্পী ঝিলিক। করোনাকালীন দুর্যোগ মাথায় নিয়েই গত আট মাস কাজ করেছেন।

বর্তমানে তিনি কয়েকটি নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মধ্যে রয়েছে মিল্টন খন্দকারের সুরে ও বায়েজীদ খুরশীদ রিয়াজের লেখা ‘ভালোবাসার বদলে’, জামাল হোসেনের লেখা ও খালেদ মুন্নার সুরে ‘খুলে রেখেছি আমি’, রাজিয়া সুলতানার লেখা ও বিনোদের সুরে ‘জানি আমাকে কেউ একা করে’, প্লাবন কোরেশীর লেখা ও সুরে একটি সিনেমার গান, সোহেলের লেখা ও মানাম আহমেদের সুরে আদমশুমারির গান। শিগ্গির এগুলো বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাবে জানিয়েছেন এ সংগীতশিল্পী।

এসব গানের ব্যস্ততা প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘করোনার ভয় মাথায় নিয়েই কাজ করছি। এ ছাড়া কিছু করার নেই। কাজ তো করতে হবে। নতুন যেসব গানে কণ্ঠ দিয়েছি সবক’টিই আমার পছন্দের। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’ সর্বশেষ ইউসুফিয়ানা প্রজেক্টে ওয়াই বিটসে তার কণ্ঠের একটি গান প্রকাশ হয়েছে। ‘আমার মনে’ শিরোনামে এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইউসুফ আহমেদ খান। এটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান। গানটি বেশ প্রসংশিত হয়েছে বলে জানিয়েছেন ঝিলিক।

 

ঝিলিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম