হ্যালো...

করোনার সংক্রমণ বৃদ্ধিতে নতুন কাজ করা সত্যিই কঠিন

 আনন্দনগর প্রতিবেদক 
১৪ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ
করোনার সংক্রমণ বৃদ্ধিতে নতুন কাজ করা সত্যিই কঠিন
ফাইল ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ। বাংলা গানকে ভালোবেসে গড়ে তুলেছেন ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। গত চার বছর ধরে এ প্রতিষ্ঠান থেকে প্রকাশ করেছেন নতুন পুরোনো অনেক শিল্পীর মানসম্মত বেশকিছু গান। আজ এ সংগীতশিল্পীর জন্মদিন। দিনটি উদযাপন, সংগীতাঙ্গনের বর্তমান হালহকিকত নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* আজকের দিনে পৃথিবীতে এসেছেন আপনি। এ দিনে বিশেষ কিছু চাওয়ার আছে?

** জন্মদিনে প্রথমেই স্মরণ করছি সৃষ্টিকর্তাকে। তারপর আমার পরম শ্রদ্ধেয় বাবা-মাকে। কারণ, তাদের জন্যই এ সুন্দর পৃথিবীর মুখ দেখা। তাদের প্রতি যেন আমার দায়িত্ব সব সময়ই পালন করতে পারি এ আশীর্বাদ চাই সবার কাছে। আমি যেন এ দেশে সংগীতপ্রেমী মানুষের জন্য আরও ভালো ভালো গান অনায়াসে করে যেতে পারি-এটাই আমার একমাত্র চাওয়া।

* দিনটিতে বিশেষ কোনো আয়োজন নেই?

** এমনিতেই আমি জন্মদিনে খুব বেশি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকি না। বিশেষ করে করোনাকালে তো একেবারেই নয়। যেভাবে করোনা সংক্রমণ আবারও বাড়ছে, তাতে কোনো ধরনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকা মানেই নিজের পরিবার ও আশপাশের অনেকের ক্ষতি করা। তাই এবারও বিশেষ কোনো আয়োজন নেই।

* নতুন বছরে কাজের পরিকল্পনা কী?

** বেশকিছু কাজের পরিকল্পনা সাজিয়েছিলাম। কিন্তু করোনা আবারও হানা দিয়েছে। আগে পরিস্থিতি সামাল দেই। তারপর নতুন কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেব। এমনিতে ডিএমএসের নিয়মিত কাজগুলো চলছে।

* ফের করোনার সংক্রমণ বৃদ্ধিতে কীভাবে সামলাবেন সবকিছু?

** এটা আসলে বলা কঠিন। এমনিতেই গত দুবছরে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। সৃষ্টিকর্তার কৃপায় সারভাইভ করে গেছি হয়তো। এখন যেভাবে আবারও করোনার সংক্রমণ বাড়ছে, তাতে করে নতুন কাজ করা সত্যিই কঠিন। অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। দেখা যাক, কী হয়।

* আপনার কণ্ঠের নতুন গানের খবর কী?

** ‘দাগা’ শিরোনামের নতুন একটি গান প্রস্তুত আছে। এটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন করেছেন তরিক। শিগ্গির গানটি প্রকাশ করার ইচ্ছা আছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন