মুক্তি পাচ্ছে মৌসুমী হামিদের নতুন সিনেমা
আনন্দনগর প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
টিভি নাটকেই বেশি অভিনয় করেন মৌসুমী হামিদ। তবে মাঝে মধ্যে সিনেমাতেও দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় করোনাকাল শুরু হওয়ার আগে এইচআর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ নামের একটি বিষয়ভিত্তিক গল্পের সিনেমায় অভিনয় করেছিলেন এ অভিনেতা। অবশেষে সিনেমাটি মুক্তি পেল আজ। ছিটমহলবাসীর জীবনের কঠিন বাস্তবতাগুলো এ সিনেমার গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পপ্রধান সিনেমায় অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। ছিটমহলও তেমনই একটি সিনেমা। অনেক আগেই এর শুটিং শেষ হয়েছিল। করোনার কারণে যথা সময়ে মুক্তি দিতে পারেনননি পরিচালক। এতে আমি সাধ্যমতো চেষ্টা করেছি আমার চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে। কারণ এর গল্পের পাশাপাশি লোকেশন এবং অন্যান্য বিষয়ে রয়েছে নতুন কিছু। তাই এটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে করোনাকালের আগে চুক্তিবদ্ধ হওয়া কয়েকটি সিনেমার কাজও তার হাতে রয়েছে। এদিকে একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ। পাশাপাশি একাধিক ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যাচ্ছে তাকে। এর মধ্যে অন্যতম একটি নাটক ‘বাকের খনি’। এটি বর্তমানে মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুক্তি পাচ্ছে মৌসুমী হামিদের নতুন সিনেমা
টিভি নাটকেই বেশি অভিনয় করেন মৌসুমী হামিদ। তবে মাঝে মধ্যে সিনেমাতেও দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় করোনাকাল শুরু হওয়ার আগে এইচআর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ নামের একটি বিষয়ভিত্তিক গল্পের সিনেমায় অভিনয় করেছিলেন এ অভিনেতা। অবশেষে সিনেমাটি মুক্তি পেল আজ। ছিটমহলবাসীর জীবনের কঠিন বাস্তবতাগুলো এ সিনেমার গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পপ্রধান সিনেমায় অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। ছিটমহলও তেমনই একটি সিনেমা। অনেক আগেই এর শুটিং শেষ হয়েছিল। করোনার কারণে যথা সময়ে মুক্তি দিতে পারেনননি পরিচালক। এতে আমি সাধ্যমতো চেষ্টা করেছি আমার চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে। কারণ এর গল্পের পাশাপাশি লোকেশন এবং অন্যান্য বিষয়ে রয়েছে নতুন কিছু। তাই এটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে করোনাকালের আগে চুক্তিবদ্ধ হওয়া কয়েকটি সিনেমার কাজও তার হাতে রয়েছে। এদিকে একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ। পাশাপাশি একাধিক ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যাচ্ছে তাকে। এর মধ্যে অন্যতম একটি নাটক ‘বাকের খনি’। এটি বর্তমানে মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে।