নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী স্মরণ সাহা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটক, চলচ্চিত্র ও মঞ্চের নিয়মিত অভিনেতা স্মরণ সাহা। এবারের অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জয়ের ব্যাপারেও আশাবাদী এ অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংগঠনের সদস্যদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাকে যেন তারা ভোট দিয়ে নির্বাচিত করেন। শিল্পীদের কল্যাণেই কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।’
এদিকে কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় সাব-জেলার চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা। এ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা থেকেই তার নির্দেশনায় মঞ্চায়িত হয়েছে নাটকের দল জাগরণী থিয়েটার প্রযোজিত আব্দুল হালিম আজিজ রচিত নাটক ‘জনকের মৃত্যু নেই’।
