নায়করাজের প্রতি কৃতজ্ঞ রঞ্জিতা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘ঢাকা ৮৬’, ‘জিনের বাদশা’ ও ‘রাজা মিস্ত্রি’- একসঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা রঞ্জিতা। পরপর তিনটি সিনেমা মুক্তির পর কিছুদিন বিরতি দিয়ে ‘মরণ লড়াই’, ‘জুলুমবাজ’, ‘ক্যারাটি মাস্টার’, ‘প্রেমিক রংবাজ’, ‘নীল নকশা’সহ আরও বেশকিছু সিনেমায় অভিনয় করেন। ‘নীল নকশা’ই ছিল তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা।
রঞ্জিতা জানান, ফিল্ম পলিটিক্সের শিকার হয়েই চলচ্চিত্র থেকে তাকে দূরে সরে যেতে হয়। আজ রঞ্জিতার জন্মদিন। দিনটি উদযাপন ও সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘নায়করাজ রাজ্জাকের পরিবারের প্রতি আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা। এ পরিবারের কারণেই আমি সিনেমায় রঞ্জিতা হতে পেরেছি, যতটুকুই হয়েছি। আর জন্মদিনকে আমি বলি মরণ দিন। কারণ জন্মেছি বলেই হয়তো মরতে হবে। আমার একমাত্র ছেলে গালিবই আমার পৃথিবী। তাকে ঘিরেই আমার সব সুখ শান্তি। আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’
