ব্লকবাস্টার সিনেমাসে ‘জাল ছেঁড়ার সময়’
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশপ্রেমের সিনেমা ‘জাল ছেড়াঁর সময়’ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ মুক্তি পাচ্ছে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। এটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন সাজ্জাদ হায়দার। এতে অভিনয় করেছেন আশিক, অঞ্জলী, সুস্মিতা, ইমন, এমদাদ, রানা, ফারিয়াসহ অনেকে। নির্মাতা জানিয়েছেন, এটি মুক্তিযুদ্ধের সিনেমা। উনসত্তরের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই কাহিনি শুরু। সেই সময়ে মফস্বল শহরের দুই তরুণ একজন সিনেমার পরিচালক ও আরেকজন শোষণ মুক্তির স্বপ্ন দেখে। বিপ্লব আর দেশমুক্তির স্বপ্ন দেখা তরুণ আবিদ ভালোবাসে পারুকে। সেই ভালোবাসা উপেক্ষা করে আবিদ শোষণ মুক্তির জন্য বিপ্লবের স্বপ্ন নিয়ে ঢাকায় আসে। পারুর বিয়ে হয়ে যায়। ওদের ঢাকার বন্ধু ভিকি আর শর্মি। শর্মি তার সময়ের চেয়ে এগিয়ে থাকা একটি মেয়ে। ওরা সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এর মধ্যে থেকে কেউ কেউ প্রাণ হারায়। পঁচিশে মার্চ রাতের ঘটনা ও হত্যাকাণ্ড, অবরুদ্ধ ঢাকা শহরের জীবনযাত্রার চিত্র ফুটে উঠেছে এ সিনেমায়।
