Logo
Logo
×

আনন্দ নগর

হ্যালো...

আপাতত শুটিংয়ের ব্যস্ততা নেই

Icon

সোহেল আহসান

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আপাতত শুটিংয়ের ব্যস্ততা নেই

কয়েক বছর ধরে নিয়মিত অভিনয় করছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। সাত বছর পর মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা। শিল্পী সমিতির কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?

** আপাতত এখন শুটিংয়ের ব্যস্ততা নেই। তাই পারিবারিক পরিসর ও শিল্পী সমিতির কাজ নিয়ে ব্যস্ত আছি। এ অবসর খুব বেশিদিন থাকবে না। এরইমধ্যে নতুন অনেক কাজের প্রস্তাব পেয়েছি। শিগ্গির এগুলোর কাজ শুরু করব।

* দীর্ঘদিন পর আপনার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। কেমন লাগছে?

** আমার অভিনয় ক্যারিয়ার শুরু করি সিনেমা দিয়েই। মাঝে কয়েক বছর অভিনয়ে বিরতি দিয়েছিলাম। তবে গত তিন বছর ধরে নিয়মিত অভিনয় করছি। কয়েকটি সিনেমার কাজ শেষও করেছি। এর মধ্যে রাকিবুল আলম রাকিবের পরিচালনায় ‘কথা দিলাম’ নামের একটি সিনেমা মুক্তির পাচ্ছে। এতে আমাকে নতুন একটি চরিত্রে অভিনয়ে দেখা যাবে।

* হাতে থাকা সিনেমাগুলোর কাজের অগ্রগতি কী?

** রাকিবুল আলম রাকিবের ‘ইয়েস ম্যাডাম’ ও ‘সীমানা’ এবং আলী আজাদের ‘বনলতা’ নামের সিনেমাগুলোর শুটিংয়ের কাজ একেবারেই শেষ। এগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে বলে শুনেছি।

* বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। এ মাধ্যমের কাজেও কি নিয়মিত দেখা যাবে?

** অভিনয় জীবনের শুরু থেকেই বিজ্ঞাপনে কাজ করছি। এটিও আমার ভালোলাগার অন্যতম একটি মাধ্যম। যদি পণ্য এবং নির্মাতা ভালো হয় তাহলে কাজ করতে আপত্তি নেই।

কেয়া নায়িকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম