একসময়ের ব্যস্ত নায়িকা মৃদুলা আহমেদ রেসি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকাই ছবির একসময়ের ব্যস্ত নায়িকা মৃদুলা আহমেদ রেসি। ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় হিট ছবি উপহার দিয়েছেন তিনি।
এখন চলচ্চিত্রে দেখা যায় না তাকে। সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন। এবার ব্যবসায়ে নামলেন এ নায়িকা। খুলেছেন বিউটি পার্লার। নাম ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’। ৩ জুন শোবিজ তারকাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় পার্লারটি।
নিজেকে ব্যবসার সঙ্গে জড়ানো প্রসঙ্গে রেসি বলেন, ‘এটা আমার স্বপ্নেরই বাস্তবায়ন। অনেকদিনের স্বপ্ন ছিল একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করার। নানা কারণে এটি সম্ভব হচ্ছিল না। হঠাৎ করেই আমার স্বামী পার্লারের যাবতীয় ব্যবস্থা করে আমাকে চমকে দেন। অনেক ভালো লাগছে যে অবশেষে আমার স্বপ্নটা পূরণ হল।’
এছাড়া একটি নাচের স্কুল দেয়ার স্বপ্ন ছিল বলেও জানান রেসি। ২০০৪ সালেবুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় রেসির। এরপর এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’ ছবিতে অভিনয় করেন। রেসি অভিনীত ছবির সংখ্যা প্রায় ৪০টিরও বেশি।
