Logo
Logo
×

আনন্দ নগর

হ্যালো...

আপাতত প্রযোজনা করার ইচ্ছা নেই

Icon

সোহেল আহসান

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আপাতত প্রযোজনা করার ইচ্ছা নেই

নাটকের এক সময়ের তুমুল ব্যস্ত অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা এখন সিনেমায়ও অভিনয় করেন। বর্তমানে নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?

** নাটকের কাজ নিয়েই বেশি ব্যস্ত আছি। আমি ধারাবাহিক নাটকেই বেশি অভিনয় করি। নাটকে অভিনয়ের এ ব্যস্ততা চলমান থাকবে।

* টিভিতে উপস্থাপনায়ও দেখা যায় আপনাকে। এ মাধ্যমে অভিজ্ঞতা কেমন?

** গাজী টিভিতে রান্নার একটি অনুষ্ঠান প্রায় দুই বছর ধরে উপস্থাপনা করছি। আগে টিভিতে এ ধরনের কাজ করিনি। কাজটি করে ভালো লাগছে। দর্শকও বেশ উৎসাহ দিচ্ছেন। উপস্থাপনা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।

* আপনার হাতে তো অনেক ধারাবাহিক নাটকের কাজ রয়েছে। সেগুলোর খবর কী?

** আমার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। প্রচারের অপেক্ষায় আছে একাধিক ধারাবাহিক নাটক। এর মধ্যে অন্যতম একটি নাটক হাসান আজিজুল হকের গল্পে তৈরি ‘আগুন পাখি’। পারভেজ আমিনের পরিচালনায় নাটকটি ১ আগস্ট থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে। মিফতাহ আনানের পরিচালনায় ‘নির্দোষ’ নামের আরেকটি ধারাবাহিক নাটক গতকাল থেকে গ্লোবাল টিভিতে প্রচার শুরু হয়েছে। সালাউদ্দিন লাভলুর ‘ষণ্ডা পান্ডা’ এবং এস এম সালাউদ্দিনের পরিচালনায় ‘কাজল রেখা’ নাটক দুটিও অল্প সময়ের মধ্যেই টিভিতে প্রচারে আসবে। এ ছাড়া অনেক বছর পর ‘সিনেমায় যেমন হয়’ নামে বিটিভির একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি।

* সিনেমায় অভিনয়ের ব্যস্ততা কেমন যাচ্ছে?

** সিনেমার অভিনয়েও ব্যস্ত থাকছি প্রায়ই। কিছুদিন আগে শেষ করেছি মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের সরকারি অনুদানে নির্মিত সিনেমার কাজ। এ ছাড়া তালাত আহমেদের পরিচালনায় ‘কোনো এক কালে’ নামের নতুন সিনেমার শুটিংও শেষ করেছি। আকরাম খানের পরিচালনায় ‘নকশি কাঁথার জমিন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছি। প্রতিটি সিনেমার সফলতা নিয়েই আমি আশাবাদী।

* এক সময় নাটক প্রযোজনা করতেন। কাজটি শুরু করার পরিকল্পনা আছে?

** এখন সময় বদলে গেছে। কাজের ধরনেও তাই কিছু পরিবর্তন এসেছে। তাই আপাতত প্রযোজনা করার ইচ্ছা নেই। তা ছাড়া আমি শৌখিন প্রযোজক। শখের বশে কাজটি করেছি। আপাতত এ মাধ্যমে কাজ করার কোনো পরিকল্পনা নেই।

ছন্দা অভিনেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম