Logo
Logo
×

আনন্দ নগর

আসিফ ও লোপার আত্মাসঙ্গী

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও লোপা হোসেইন সম্প্রতি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘আত্মাসঙ্গী’। এটি লিখেছেন ও সুর করেছেন লোপার স্বামী সিরাজুম মুনির। সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। ৫ আগস্ট লোপা ও সীরাজুম মুনিরের বিবাহবার্ষিকীতে গানটি প্রকাশ হয়। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘সীরাজুম মুনিরের কথা ও সুরে যেমন প্রথম গেয়েছি, অনুরূপভাবে লোপার সঙ্গেও প্রথম গাইলাম। অসাধারণ একটি মেলোডি ঘরানার গান হয়েছে। লোপা খুব ভালো গায়। আশা করি শ্রোতারা গানটি বেশ আগ্রহ নিয়েই শুনবেন।’ লোপা হোসেইন বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়ার স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো, এ জন্য তার প্রতি কৃতজ্ঞ। সব শ্রেণির শ্রোতা-দর্শকের কথা ভাবনায় রেখেই গানটি করা। আশা করি সবার ভালো লাগবে।’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মডেল হয়েছেন ইমরান ও সুস্মিতা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম