Logo
Logo
×

আনন্দ নগর

হ্যালো...

জনগণ চাইলে নির্বাচন করব: মাহিয়া মাহী

Icon

হাসান সাইদুল

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জনগণ চাইলে নির্বাচন করব: মাহিয়া মাহী

চিত্রনায়িকা মাহিয়া মাহী। সিনেমায় নিয়মিতই ছিলেন। সন্তানসম্ভবা হওয়ার কারণে বর্তমানে অভিনয় কমিয়ে দিয়েছেন। তবে রাজনীতির মাঠে হয়েছেন সক্রিয়। সরকারি দলের সমর্থক স্বামীর সঙ্গে প্রচারণা চালাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের। রাজনীতি, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* আপনার শারীরিক অবস্থা কেমন আছে?

** আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। গর্ভবতী হয়েছি বলে এখন তো খুব সতর্কভাবে চলতে হয়। নিজ বাসায় রাজশাহীতে এসেছি। ভালোও লাগছে খুব। সবাই আমার অনেক যত্ন নিচ্ছেন।

* রাজশাহীতে এ অবস্থায় কেন?

** আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাছ রোপণের কথা বলেছেন। বাসার সামনে, বাড়ির উঠানে গাছ রোপণ করার পরামর্শ দিয়েছেন। সে জন্য ২০ নভেম্বর আমার এলাকায় এসেছি বীজ বিতরণ করতে। বিভিন্ন্ন গাছের বীজ উপহার দিচ্ছি। এখানে ২৪ নভেম্বর পর্যন্ত থাকব।

* অনেকটা নির্বাচনি প্রচারণার মতো কাজ করছেন। আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন নাকি?

** এখনো এটা নিয়ে ভাবিনি। রাজনীতি করার ইচ্ছা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন সাংস্কৃতিক লীগের সঙ্গে সম্পৃক্ত আছি। পদও পেয়েছি। আগামীতে আমার এলাকার জনগণ যদি চায় তাহলে নির্বাচনে প্রার্থী হতেও পারি। তবে এখন সে চিন্তা মাথায় নেই। আপাতত দেশবাসীর জন্য কাজ করতে চাই।

* ২০১৮ জাতীয় নির্বাচনের সময় রাজনীতিতে আসার ইচ্ছা পোষণ করেছিলেন। এটা কী তারই প্রতিফলন?

** তা বলা যায়। আমার স্বামীর রাজনীতি দর্শন ভালো লাগে। সেও তার এলাকায় নির্বাচনি প্রচারণা চালায়। রাজনৈতিক মিছিল মিটিং করে। স্টেজে বক্তব্য রাখে। এসব আমাকে অনুপ্রাণিত করে। বলা যায় এখন রাজনীতির খুঁটিনাটি আমার স্বামীর কাছ থেকে শিখে যাচ্ছি।

* শরীরের এ অবস্থায় রাজনীতিতে সক্রিয় হয়েছেন। অন্যদিকে আপনি একজন অভিনেত্রীও। বিষয়গুলো মাথায় রেখেই এগিয়ে যাচ্ছেন?

** এটা ঠিক। আমার কাজগুলো আমি সুন্দরভাবে করে যেতে চাই। আমি অবশ্যই স্বাস্থ্য সচেতন মানুষ। অনাগত সন্তান নিয়েও আমার চিন্তা আছে। পাশাপাশি রাজনীতির বিষয়গুলো সমন্বয় করে চলছি। আর আপাতত এখন শুটিং করছি না। আগামী বছর থেকে শরীর ভালো থাকলে অভিনয় করব। এটা তো ছাড়তে পারব না।

* হাতে থাকা সিনেমাগুলোর অগ্রগতি কী?

** কয়েকটি সিনেমা আমার হাতে আছে। যেগুলোর মধ্যে কয়েকটির শুটিংও চলছিল। এখন আপাতত বন্ধ আছে। এ মুহূর্তে আমি শুটিং করতে পারছি না বলে নতুন সিনেমার কোনো খবর দিতে পারছি না। তবে কাজের জন্য আমার তৃষ্ণা আছে, থাকবেও।

 

মাহিয়া মাহি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম