Logo
Logo
×

আনন্দ নগর

১৬ বছর পর ফের একসঙ্গে সুনীল-অক্ষয়

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

১৬ বছর পর ফের একসঙ্গে সুনীল-অক্ষয়

বলিউড সুপারস্টার সুনীল শেঠি ও অক্ষয় কুমারের ‘হেরাফেরি’ সিনেমার কথা সিনেমাপ্রেমীদের অজানা নয়। সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়।

নির্মাণ করেন প্রিয়দর্শন। সে সময় এটি ব্যাপক প্রশংসা কুড়ায়। যার ফলে ২০০৬ সালে ‘ফির হেরাফেরি’ নামে এ সিনেমার সিক্যুয়াল তৈরি হয়।

১৬ বছর পর আবারও সিনেমাটি খবরের শিরোনাম হলো। আসছে হেরাফেরির তৃতীয় সিক্যুয়াল। তবে এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রথম ও দ্বিতীয় সিক্যুয়ালে সুনীল শেঠি ও অক্ষয় কুমারকে একসঙ্গে দেখা গেলেও এবার অক্ষয় কুমারকে দেখা যাবে কিনা এ নিয়ে গুঞ্জন শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, এ সিনেমায় অভিনয়ের জন্য অক্ষয় কুমার নাকি ৯০ কোটি রুপি সম্মানী চাইছেন। এতে মুখ ফিরিয়ে নেন সিনেমার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।

তবে অক্ষয়ের কথা ভিন্ন। তিনি বলেন, চিত্রনাট্য পছন্দ হয়নি বলেই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে সব গুঞ্জন সরিয়ে অক্ষয় কুমারের এ সিনেমায় কাজ করা নিয়ে সুসংবাদ দিলেন সুনীল শেঠি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল শেঠি বলেন, ‘আমি অক্ষয়কে ফেরানোর চেষ্টা করছি। আশা করি আমরা একসঙ্গে আবারও কাজ করব’

১৬ বছর পর .একসঙ্গে .সুনীল-অক্ষয়.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম