Logo
Logo
×

আনন্দ নগর

‘থার্টি ফাইভ’র প্রিমিয়ার আজ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একটি প্রজন্ম যারা থার্টি ফাইভ মিলিমিটারে সিনেমা নির্মাণ করে বড় হয়েছে এবং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে থার্টি ফাইভ মিলিমিটারের মতোই। এমনই কিছু আবেগ নিয়ে তৈরি হয়েছে ‘থার্টি ফাইভ’ নামে একটি সিনেমা। নির্মাণ করেছেন আশিক মোস্তফা। সিনেমাটির বাংলাদেশ প্রিমিয়ার হবে আজ বিকালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে। এতে অভিনয় করেছেন প্রখ্যাত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। মূলত তার বয়ানেই সিনেমাটির গল্প এগিয়েছে। এ সিনেমার দৃশ্যধারণ শেষ হওয়ার পর ২০১৯ সালের ডিসেম্বরে মত্যু হয় মাহফুজুর রহমানের। এতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম