Logo
Logo
×

আনন্দ নগর

সুন্দরবন নিয়ে শাকিল খানের প্রজেক্ট

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক সময়ের ব্যস্ত এবং প্রভাবশালী চিত্রনায়ক শাকিল খান এখন আর অভিনয়ে নেই। বর্তমানে ব্যস্ত আছেন রাজনীতি নিয়ে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল) থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পাননি। নির্বাচনে অংশগ্রহণ না করতে পারলেও এলাকার নানারকম কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন এ অভিনেতা। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত তিনি। জানা গেছে, হাসপাতালও নির্মাণ করেছেন। এ অভিনেতা জানিয়েছেন সুন্দরবন ও রামপাল নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করেছেন। এ নিয়ে কাজ করতে চান তিনি। শাকিল বলেন, ‘আমার জন্মস্থান বাগেরহাট। সুন্দরবনের সন্নিকটে। সুন্দরবন নিয়ে অনেকেই কাজের কথা বলেন। কেউ কেউ সিনেমা ও তথ্যচিত্র নির্মাণ করেছেন। কিন্তু সুন্দরবনকে দেশের জন্য কাজে লাগানোর চেষ্টা কেউ করেন কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। আমি সুন্দরবনের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করতে চাই। এ জন্য কিছু প্রজেক্টও তৈরি করেছি। রামপাল আমার নির্বাচনি এলাকা। আমার এলাকায় যেতে হলে এখনো ট্রলার, নৌকা দিয়ে পার হতে হয়। এসব নিয়ে কাজ করতে চাই, যাতে মানুষের ভোগান্তি না থাকে। এটা সত্যি যে, সরকারে কিংবা নির্বাচনি আসনে বিজয়ী হলে কিছু কিছু কাজ সহজ হয়ে যায়। এ জন্য আমি এবারও আওয়ামী লীগের কর্মী হিসাবে মনোনয়ন চাইব।’

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম