রোজিনা গাইলেন ‘উন্নয়নে শেখ হাসিনা’
মূলত ফোক গানের শিল্পী রোজিনা আক্তার। তবে বিষয়ভিত্তিক গানও করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একাধিক গান করেছেন বাংলাদেশ টেলিভিশন, বেতার ও জাতীয় শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত এ সংগীতশিল্পী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আরও একটি গান করেছেন তিনি। গানের শিরোনাম ‘উন্নয়নে শেখ হাসিনা’। এটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। ভিডিও পরিচালনা করেছেন রাজ কামাল। গানটি ভিডিওসহ সম্প্রতি ‘সুরের আলো বিডি’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনে প্রাণে ভালোবেসেই নিজের উদ্যোগে গানগুলো করেন বলে জানিয়েছেন রোজিনা। তিনি বলেন, ‘আমি নানা ধরনের গান গাই। তবে দেশ ও দেশের উন্নয়নের গান গাইতে বেশি ভালো লাগে। এর আগেও আমার কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একাধিক গান প্রকাশ হয়েছে। আশা করি এ গানটিও তাদের মন জোগাবে।’ প্রসঙ্গত, শুধু দেশ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীই নয়, রোজিনার গানে উঠে এসেছে পোশাকশ্রমিক, বৃদ্ধাশ্রম ও দুঃখী মায়ের গল্পও।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রোজিনা গাইলেন ‘উন্নয়নে শেখ হাসিনা’
মূলত ফোক গানের শিল্পী রোজিনা আক্তার। তবে বিষয়ভিত্তিক গানও করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একাধিক গান করেছেন বাংলাদেশ টেলিভিশন, বেতার ও জাতীয় শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত এ সংগীতশিল্পী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আরও একটি গান করেছেন তিনি। গানের শিরোনাম ‘উন্নয়নে শেখ হাসিনা’। এটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। ভিডিও পরিচালনা করেছেন রাজ কামাল। গানটি ভিডিওসহ সম্প্রতি ‘সুরের আলো বিডি’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনে প্রাণে ভালোবেসেই নিজের উদ্যোগে গানগুলো করেন বলে জানিয়েছেন রোজিনা। তিনি বলেন, ‘আমি নানা ধরনের গান গাই। তবে দেশ ও দেশের উন্নয়নের গান গাইতে বেশি ভালো লাগে। এর আগেও আমার কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একাধিক গান প্রকাশ হয়েছে। আশা করি এ গানটিও তাদের মন জোগাবে।’ প্রসঙ্গত, শুধু দেশ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীই নয়, রোজিনার গানে উঠে এসেছে পোশাকশ্রমিক, বৃদ্ধাশ্রম ও দুঃখী মায়ের গল্পও।