প্রথমবার ন্যান্সির কণ্ঠে লোকসংগীত
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রথমবার লোক ঘরানার একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের শিরোনাম ‘হাঁসফাঁস’। এটি লিখেছেন গোলাম রাব্বানী। সুর করেছেন মুরাদ নুর ও সংগীতায়োজন করছেন মুশফিক লিটু। এ গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘শুরু থেকেই ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েকবার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তার চেয়ে ভালো হয়েছে। আমার শ্রোতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।’ গোলাম রাব্বানী বলেন, ‘হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায়, হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তেরি হয়, সেই ফিলটাই মূলত এ গানে পাওয়া যাবে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’ তিনি আরও জানিয়েছেন, এ গানটি নিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম তৈরি হবে। এরপরই এটি রিলিজ করা হবে। তবে এ জন্য সময় বেশি নেওয়া হবে না। গানটি নিয়ে নিজেদের আশাবাদ ব্যক্ত করেছেন সুরকার ও সংগীত পরিচালক। এদিকে ন্যান্সি বর্তমানে অডিও গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি স্টেজ শোও করছেন। তবে সেটা পরিমাণে কম। এছাড়া সম্প্রতি সিনেমার গানেও তাকে কণ্ঠ দিতে দেখা গেছে।
