ফজলুর রহমান বাবুর নতুন গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে নাটকে অভিনয়ে কম দেখা যায়। সিনেমা অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন বেশি। এর ফাঁকে গানও করেন। সম্প্রতি তিনি একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ঠিক হয়নি। এর সুর ও সংগীতায়োজন করেছেন খাইরুল ওয়াসী ও মিনহাজ জুয়েল। নতুন গান প্রসঙ্গে বাবু বলেন, ‘অভিনয়ই আমার কাজ। তবে এখন সিনেমাতে মনোযোগ দিয়েছি বেশি। এর ফাঁকে সময় পেলে আর সুন্দর কথার গান পেলে গেয়ে থাকি। সম্প্রতি নতুন একটি গান করেছি। আশা করি সবার পছন্দ হবে।’ অন্যদিকে সম্প্রতি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও প্রচার চলতি কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন।
