ঈদের ধারাবাহিকে রোমিও-নুপুর
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈদের জন্য নির্মিত হয়েছে একটি সাত পর্বের ধারাবাহিক নাটক। নাম ‘বিবাহ সমাচার’। ড. শেখ মহ. রেজাউল ইসলামের লেখা নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। এতে অভিনয় করেছেন আহমেদ সাব্বির রোমিও ও আফসানা নুপুর। নাটকটি প্রসঙ্গে রোমিও বলেন, ‘এটি অনেক মজার ও হাসির নাটক হলেও এর মাঝে সমাজ সচেতনতামূলক বেশ কিছু মেসেজ আছে। আমি এ নাটকে একজন সহজ সরল বোকা দোকানদারের চরিত্রে অভিনয় করছি। কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ নাটকটি ঈদে এসএ টিভিতে প্রচার হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।
