কে কী বলল তা নিয়ে ভাবার সময় নেই
jugantor
হ্যালো...
কে কী বলল তা নিয়ে ভাবার সময় নেই

  হাসান সাইদুল  

২৫ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। ইদানীং কাভার সঙও করছেন। সম্প্রতি শুরু করেছেন চাকরি। আজ এ সংগীতশিল্পীর জন্মদিন। দিনটি উদযাপন, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* জন্মদিন নিয়ে আজ আপনার পরিকল্পনা কী?

** কোনো পরিকল্পনা নেই। আমি জন্মদিন পালন করি না। কারণ এটি কালরাত্রি। দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সে জন্য আমি নিজে জন্মদিন পালন করি না, ভক্তরা হয়তো কিছু করে থাকে। তবে আমি দেশবাসীর কাছে দোয়া চাই। সবাই ভালো থাকুন, আমাকে ভালোবাসা দিবেন।

* আপনি পুরোনো গানের রিমেক ও ইসলামিক গানের দুটি প্রজেক্ট হাতে নিয়েছিলেন। অগ্রগতি কতটুকু?

** অগ্রগতি ভালো। আমি হিন্দি ও বিদেশি কিছু গান নিজের খরচে রিমিক করে গেয়েছি। সামনেও গাইব। এগুলো নিজের খরচে করতে হয়, কেননা কপিরাইটের ব্যাপার আছে। সে জন্য খুব সচেতন হয়ে গাই। আর ইসলামিক গানের প্রজেক্ট হাতে আছে। কিছু গেয়েছি আর রমজান উপলক্ষ্যে নতুন করে এ প্রজেক্টের কাজ আবারও শুরু হবে।

* ৩০ এপ্রিল মালয়েশিয়ায় একটি স্টেজ শোতে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু আপনার তো পাসপোর্ট নেই। কিভাবে কী করবেন?

** যতটুক জানি ২৮ মার্চ আমার পাসপোর্ট নিয়ে আদালত থেকে রায় আসবে। আমি আশাবাদী, আমাকে পাসপোর্ট দেওয়া হবে। আর যদি না দেয় তাহলে আমি যেতে পারব না। এ বিষয়টি আয়োজকদের জানিয়ে দেব। এসব বিষয় ভাবতেও এখন ভালো লাগে না। আমি শিল্পী অথচ সব জায়গায় আমি যেতে পারি না, স্টেজ অনুষ্ঠান করতে পারি না!

* পাসপোর্ট না থাকার কারণে বিদেশে অনেক শো বাদ দিতে হচ্ছে আপনাকে। অর্থনৈতিকভাবে তো বটেই, প্রবাসী অনেক দর্শকও সরাসরি আপনার গান শোনা থেকে বঞ্চিত হচ্ছেন। শিল্পী আসিফ এ নিয়ে কী ভাবেন, কতটুকু ভাবেন?

** প্রথম কথা হচ্ছে শিল্পী আসিফের পাসপোর্ট নেই। বিদেশ তো বটেই, নিজের দেশেও অনেক ক্ষেত্রে শো করতে পারছি না। সেদিক থেকে ক্ষতিগ্রস্ত তো হচ্ছিই। শো করলে আর্থিকভাবে যে লাভবান হতাম সেটি হিসেব করেই বা কী লাভ। তবে আমার ভাগ্যে যতটুকু রেখেছেন আল্লাহ আমি ততটুক দিয়েই সন্তুষ্ট আছি। ভালোই আছি। যতদিন কণ্ঠ আছে গেয়ে যাব।

* এর কারণ কি রাজনীতি? বা রাজনীতিতে এসে আপনি ভুল করেছেন বলে মনে করেন?

** ভুল কিছু নয়। গান গাইতে এসেছি। কম কিই বা পেয়েছি। আর রাজনীতি করেছি, করছি এটাও আমার ভুল নয়। এখন কে কী বলল তা নিয়ে ভাবার সময় নেই। আমি আমার জায়গায় ঠিক আছি। গান করছি, রাজনীতির প্রতিও আমার ভালো লাগা আছে। একটি দলকে আমি ভালোবাসি। আমি আছিও।

* একটা সময় শিল্পীরা তো জনপ্রিয়তা হারায়। আপনার সে সময়টা এলে কী করবেন?

** আমার গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা কতটুকু এটি আমার ফ্যান ফলোয়ার্সরা বলতে পারে। যতদিন কণ্ঠ ভালো আছে গাইব। নতুনরা আসছে তাদেরও জায়গা করে দিতে হবে। এটিও মাথায় আছে। এখন গান নিজে করে নিজের চ্যানেলে প্রকাশ করার সুযোগ বেশি। আমি গেয়ে যাব। জনপ্রিয়তা হারানো কিংবা গ্রহণযোগ্যতা হারানো কিংবা পাওয়া নিয়ে কিছু ভাবিনি।

* ভারতীয় অনেক শিল্পী বাংলাদেশে এসে গান গাইছেন। চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু আপনি তো সে দেশে যেতে পারছেন না...

** এটি দুঃখজনক। আমাদের দেশে যারা আসেন তারা প্রাপ্য সম্মানের চেয়ে বেশি পান। ভারতের অনেকেই আসেন, ফেসবুকে আপডেট দেখি, পত্রিকায় কাভারেজও দেখি। কিন্তু আমাদের মধ্যে কেউ ভারতে গেলে কতটুকু সম্মান পান সেটা তারা বলতে পারবেন না। আমি যেতে পারি না, আমি আমারটা বলছি। তবে এসব ঝামেলা কেটে যাওয়া উচিত। শিল্পীদের সীমানা নেই মুখে বলি, কিন্তু আমি তো সেটি বিশ্বাস করতে পারছি না।

হ্যালো...

কে কী বলল তা নিয়ে ভাবার সময় নেই

 হাসান সাইদুল 
২৫ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। ইদানীং কাভার সঙও করছেন। সম্প্রতি শুরু করেছেন চাকরি। আজ এ সংগীতশিল্পীর জন্মদিন। দিনটি উদযাপন, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* জন্মদিন নিয়ে আজ আপনার পরিকল্পনা কী?

** কোনো পরিকল্পনা নেই। আমি জন্মদিন পালন করি না। কারণ এটি কালরাত্রি। দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সে জন্য আমি নিজে জন্মদিন পালন করি না, ভক্তরা হয়তো কিছু করে থাকে। তবে আমি দেশবাসীর কাছে দোয়া চাই। সবাই ভালো থাকুন, আমাকে ভালোবাসা দিবেন।

* আপনি পুরোনো গানের রিমেক ও ইসলামিক গানের দুটি প্রজেক্ট হাতে নিয়েছিলেন। অগ্রগতি কতটুকু?

** অগ্রগতি ভালো। আমি হিন্দি ও বিদেশি কিছু গান নিজের খরচে রিমিক করে গেয়েছি। সামনেও গাইব। এগুলো নিজের খরচে করতে হয়, কেননা কপিরাইটের ব্যাপার আছে। সে জন্য খুব সচেতন হয়ে গাই। আর ইসলামিক গানের প্রজেক্ট হাতে আছে। কিছু গেয়েছি আর রমজান উপলক্ষ্যে নতুন করে এ প্রজেক্টের কাজ আবারও শুরু হবে।

* ৩০ এপ্রিল মালয়েশিয়ায় একটি স্টেজ শোতে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু আপনার তো পাসপোর্ট নেই। কিভাবে কী করবেন?

** যতটুক জানি ২৮ মার্চ আমার পাসপোর্ট নিয়ে আদালত থেকে রায় আসবে। আমি আশাবাদী, আমাকে পাসপোর্ট দেওয়া হবে। আর যদি না দেয় তাহলে আমি যেতে পারব না। এ বিষয়টি আয়োজকদের জানিয়ে দেব। এসব বিষয় ভাবতেও এখন ভালো লাগে না। আমি শিল্পী অথচ সব জায়গায় আমি যেতে পারি না, স্টেজ অনুষ্ঠান করতে পারি না!

* পাসপোর্ট না থাকার কারণে বিদেশে অনেক শো বাদ দিতে হচ্ছে আপনাকে। অর্থনৈতিকভাবে তো বটেই, প্রবাসী অনেক দর্শকও সরাসরি আপনার গান শোনা থেকে বঞ্চিত হচ্ছেন। শিল্পী আসিফ এ নিয়ে কী ভাবেন, কতটুকু ভাবেন?

** প্রথম কথা হচ্ছে শিল্পী আসিফের পাসপোর্ট নেই। বিদেশ তো বটেই, নিজের দেশেও অনেক ক্ষেত্রে শো করতে পারছি না। সেদিক থেকে ক্ষতিগ্রস্ত তো হচ্ছিই। শো করলে আর্থিকভাবে যে লাভবান হতাম সেটি হিসেব করেই বা কী লাভ। তবে আমার ভাগ্যে যতটুকু রেখেছেন আল্লাহ আমি ততটুক দিয়েই সন্তুষ্ট আছি। ভালোই আছি। যতদিন কণ্ঠ আছে গেয়ে যাব।

* এর কারণ কি রাজনীতি? বা রাজনীতিতে এসে আপনি ভুল করেছেন বলে মনে করেন?

** ভুল কিছু নয়। গান গাইতে এসেছি। কম কিই বা পেয়েছি। আর রাজনীতি করেছি, করছি এটাও আমার ভুল নয়। এখন কে কী বলল তা নিয়ে ভাবার সময় নেই। আমি আমার জায়গায় ঠিক আছি। গান করছি, রাজনীতির প্রতিও আমার ভালো লাগা আছে। একটি দলকে আমি ভালোবাসি। আমি আছিও।

* একটা সময় শিল্পীরা তো জনপ্রিয়তা হারায়। আপনার সে সময়টা এলে কী করবেন?

** আমার গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা কতটুকু এটি আমার ফ্যান ফলোয়ার্সরা বলতে পারে। যতদিন কণ্ঠ ভালো আছে গাইব। নতুনরা আসছে তাদেরও জায়গা করে দিতে হবে। এটিও মাথায় আছে। এখন গান নিজে করে নিজের চ্যানেলে প্রকাশ করার সুযোগ বেশি। আমি গেয়ে যাব। জনপ্রিয়তা হারানো কিংবা গ্রহণযোগ্যতা হারানো কিংবা পাওয়া নিয়ে কিছু ভাবিনি।

* ভারতীয় অনেক শিল্পী বাংলাদেশে এসে গান গাইছেন। চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু আপনি তো সে দেশে যেতে পারছেন না...

** এটি দুঃখজনক। আমাদের দেশে যারা আসেন তারা প্রাপ্য সম্মানের চেয়ে বেশি পান। ভারতের অনেকেই আসেন, ফেসবুকে আপডেট দেখি, পত্রিকায় কাভারেজও দেখি। কিন্তু আমাদের মধ্যে কেউ ভারতে গেলে কতটুকু সম্মান পান সেটা তারা বলতে পারবেন না। আমি যেতে পারি না, আমি আমারটা বলছি। তবে এসব ঝামেলা কেটে যাওয়া উচিত। শিল্পীদের সীমানা নেই মুখে বলি, কিন্তু আমি তো সেটি বিশ্বাস করতে পারছি না।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন