Logo
Logo
×

আনন্দ নগর

মূকাভিনয় দিবস উপলক্ষ্যে ‘ম্যাকবেথ’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘বিশ্ব মূকাভিনয় দিবস ২০২৩ উপলক্ষ্যে আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঞ্চস্থ হবে মূকনাট্য ‘ম্যাকবেথ’। নাটকটি প্রযোজনা করছে স্বপ্নদল। উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে এ নাটকের কাহিনি পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’। প্রসঙ্গত, ২০০৭-এ বিশ্বসেরা মূকাভিনেতা হিসেবে বিবেচিত ফরাসি শিল্পী ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর প্রয়াণের পর তার জন্মদিন ২২ মার্চকে পৃথিবীজুড়ে বিশ্ব মূকাভিনয় দিবস হিসেবে পালন করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম