|
ফলো করুন |
|
|---|---|
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতার সঙ্গে প্রথমবার একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী আনিসা বিনতে আব্দুল্লাহ। গানের শিরোনাম ‘কিছু কথা বলি মুখে’। এটি লিখেছেন দেব প্রাসাদ চক্রবর্তী, সুর ও সংগীতায়োজন করেছেন কুন্দন সাহা। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ভিডিওগ্রাফি করেছেন সুব্রত দে। এ গান প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘আনিসা ভালো গায়। গানটির নামকরণ আমিই করেছি। আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’ আনিসা বলেন, ‘নচিকেতা চক্রবর্তী দাদার সঙ্গে আমি গাইতে পেরেছি, এটা আসলেই আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। গানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ আনিসা জানিয়েছেন, আগামী নববর্ষে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
