Logo
Logo
×

আনন্দ নগর

২৬ মার্চে জন্ম হওয়াটা সৌভাগ্যের : মৌটুসী

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের স্বাধীনতা দিবস অর্থাৎ ২৬ মার্চ জন্ম নেওয়াটাকে অনেক সৌভাগ্যের বলেই মনে করেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। আজ এ অভিনেত্রীর জন্মদিন। তবে দিনটি নিয়ে তার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। পরিবারের সদস্যদের নিয়ে অন্যসব দিনের মতোই কাটবে আজকের দিনটিও। এ প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘কাকতালীয়ভাবে আমার জন্মদিনটা স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে গেল, এটাই আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। এদিন ছুটি থাকে, সবাই বাসাতেই থাকে। আজও পরিবারের সবাইকে নিয়ে ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে। তবে সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। এদিকে অভিনয়েও আগের মতো ব্যস্ত নন তিনি। কারণ, অভিনয়ের জন্য ওয়ার্কশপ করছেন। তবে খুলনায় একটি কৃষি খামার দিয়েছেন। সেটারও কাজ করছেন। আগামীতে আরও একটি প্রকল্পের কাজে হাত দেবেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, মৌটুসী সর্বশেষ ‘আগুনপাখি’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। কয়েকটি সিনেমায় কাজ করারও প্রস্তাব এসেছিল বলে জানিয়েছেন তিনি। বর্তমানে ইংরেজি মাধ্যম স্কুলে ‘স্পিচ অ্যান্ড ড্রামা’বিষয়ক একটি কর্মশালা করছেন। সেখানে তিনি শিশুদের সঙ্গে কাজ করেন একজন ট্রেইনার হিসাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম