Logo
Logo
×

আনন্দ নগর

চঞ্চলে মুগ্ধ মিনু

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে এ জনপ্রিয়তার নৌকা ভাসিয়েছেন পাশের দেশ ভারতেও। কলকাতার কয়েকটি সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন। সর্বশেষ সেখানকার নির্মাতা শ্রীজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করছেন। প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিতব্য এ সিনেমার পোস্টার দেখে চঞ্চলের প্রশংসাও করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি একটি গানের অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা হয় বাংলাদেশের আরেক জনপ্রিয় সংগীতশল্পী আলম আরা মিনুর। দেখা হওয়ার পরই আড্ডায় মেতে ওঠেন এ দুই তারকা। মিনু বলেন, ‘চঞ্চল চৌধুরী অভিনীত বেশ কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ হয়েছে আমার। কী চমৎকার হাস্যোজ্জ্বল আর বিনয়ী একজন মানুষ! আমার সঙ্গে নিজে থেকেই আগ্রহ নিয়ে কথা বলেছেন, ছবি তুলেছেন। আমাকে যে সম্মান দেখিয়েছেন-এটাই তো শিল্পী হিসাবে আমরা আশা করি। সত্যিই, চঞ্চলের ব্যবহারে আমি মুগ্ধ। সেইসঙ্গে তার জন্য অনেক অনেক শুভ কামনা। আগামীতেও চঞ্চল আমাদের আরও ভালো ভালো গল্পের সিনেমা উপহার দেবেন।’ এদিকে চঞ্চল চৌধুরী আগামী ঈদের জন্য একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম