তিন্নির আগ্রহ মৌলিক গানে
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অন্যের গান অর্থাৎ কাভার গানের চেয়ে নিজের মৌলিক গান কণ্ঠে তুলতে পছন্দ করেন এ সময়ের সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। মৌলিক গান দিয়েই নিজের গায়িকা পরিচিতিটা গড়ে তুলতে চান। এ কারণে মৌলিক গান করার ক্ষেত্রে একটু বেশিই মনোযোগী হয়ে উঠেছেন এ সংগীতশিল্পী। তিন্নি বলেন, ‘একজন সংগীতশিল্পীর মূল পরিচয় নিজের মৌলিক গান দিয়ে। যদিওবা রিয়েলিটি শো’তে অংশগ্রহণের সময় আমাদের অনেক শ্রদ্ধাভাজন শিল্পীর গান গাইতে হয়েছে। একটা সময় নিজের মৌলিক গানের প্রতি মনোযোগ বাড়াতে হয়েছে আমাকে। এজন্য কিছু শ্রুতিমধুর মৌলিক গানের সৃষ্টি হয়েছে। আগামীতে আরও ভালো ভালো মৌলিক গান করার ইচ্ছা আছে।’
