Logo
Logo
×

আনন্দ নগর

প্রশংসিত ‘সুলতানপুর’র ট্রেলার ও গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খান। আগামী ২ জুন মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘সুলতানপুর’। এর পূর্ব নাম ছিল ‘বর্ডার’। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এরই মধ্যে এ সিনেমার একটি গান প্রকাশ হয়। তারপর প্রকাশ পায় ট্রেলার। প্রকাশের পর গান ও ট্রেলার-দুটিই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। ট্রেলারে দেখা গেছে, সীমান্তের রোমাঞ্চকর গল্পে তৈরি হয়েছে ‘সুলতানপুর’। পরতে পরতে ছড়িয়েছে উত্তেজনার পারদ। সীমান্ত এলাকার চোরাচালান, ক্ষমতা, মাদক পাচার-এসব দেখা গেছে ট্রেলারে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী অধরা খান। তিনি বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি অসাধারণ। পরোপকারী একজন নারীর চরিত্রে দেখা যাবে আমাকে। শুটিংয়ের সময় বেশ পরিশ্রম করেছি। দর্শক সিনেমাটি পছন্দ করলে আমার পরিশ্রম সফল হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম