বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ সম্মাননা প্রাপ্তির ৫০ বছর উদযাপন
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ অক্টোবর বিশ্বশান্তি পরিষদ কর্তৃক শান্তি পদক ‘জুলিও কুরি’ পান তিনি। বিশ্বশান্তি পরিষদের ১৪০ দেশের প্রায় ২০০ সদস্যের সম্মতিতে সারা জীবনের দর্শন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে এ পদক প্রদান করা হয়। ১৯৭৩ সালের ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সম্প্রতি ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর উপলক্ষ্যে ‘বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ’র সদস্য সচিব বিশিষ্ট আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তীর আহ্বানে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত সথাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কথামালা, আবৃত্তি ও কবিকণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। আয়োজন প্রসঙ্গে রূপা চক্রবর্তী বলেন, ‘জাতির পিতার শান্তিতে পদকপ্রাপ্তির ৫০ বছর বিশেষভাবে শ্রদ্ধা ভালোবাসায় কথামালায়, আবৃত্তি ও কবি কণ্ঠে কবিতা পাঠের মধ্য দিয়ে উদযাপন করতে চাই। ধন্যবাদ মাননীয় সংস্কৃতি মন্ত্রীসহ শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট সবাইকে।’
