Logo
Logo
×

আনন্দ নগর

নীলফামারীতে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উত্তরের প্রাচীন জনপদ নীলফামারীতে ইপিজেডের অভ্যন্তরে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ধারণ করা হয়েছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব। এ পর্বটি আজ পুনঃপ্রচার হবে বিটিভিতে। এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটির এ পর্বে রয়েছে কয়েকটি প্রতিবেদন। এর মধ্যে রয়েছে নীলফামারীর ইতিহাস, ঐতিহ্যের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন, নেদারল্যান্ডস প্রবাসী আনোয়ারার পরিবারকে খুঁজে পাওয়ার ঘটনা, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার গ্রাম, বাড়ি এবং তার বন্দিশালা রোবেন আইল্যান্ডের ওপর একটি প্রতিবেদন, এ অঞ্চলের শ্রমজীবী মানুষদের হাতে তৈরি বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্যসামগ্রী নির্মাণের বিস্ময়কর কাহিনি, নীলগাছ-নীলচাষ আর নীলকরদের অত্যাচার, ভাওয়াইয়া সংগীত সম্রাট আব্বাসউদ্দিন, নীলসাগর, চিনি মসজিদ, রেলওয়ে কারখানার ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। পর্বটিতে আরও দেখা যাবে আমাদের দেশের বিশেষ করে শহরাঞ্চলের নানা সমস্যা নিয়ে পাঁচ বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। এ চরিত্রগুলোতে অভিনয় করেছেন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অপূর্ব ও জাহিদ হাসান। অনুষ্ঠানে নীলফামারীর সন্তান ইবরার টিপু ও স্থানীয় শিল্পীদের মাধ্যমে পরিবেশিত হয় এ অঞ্চলেরই প্রায় ১৫০ বছরের পুরোনো একটি চট্কা গান। এছাড়া নীলফামারীকে নিয়ে রচিত একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন উত্তরা ইপিজেডের এক দল শ্রমজীবী মানুষ। দর্শক পর্বে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন নীলফামারীর কৃতী সন্তান অভিনেতা আসাদুজ্জামান নূর। এ পর্বে হানিফ সংকেতের সঙ্গে রয়েছে তার একটি ভিন্নরকম সাক্ষাৎকার। অনুষ্ঠানে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে কয়েকটি নাট্যাংশ। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম