আবারও শুভেচ্ছাদূত হলেন মিম
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের শুভেচ্ছাদূত হিসাবেও কাজ করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সে ধাবাহিকতায় সম্প্রতি নতুন একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। ৩১ মে প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়। এটি মূলত একটি স্কিন অ্যান্ড বিউটি কেয়ার পণ্য তৈরি ও বিপণনকারী প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে মিম বলেন, ‘এর আগেও আমি অনেক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করেছি। এ মুহূর্তে ইউনিসেফেরও অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছি। নতুন আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে আমার পথচলা শুরু হলো। আশা করছি আগামী এক বছর আমি প্রতিষ্ঠানটির প্রচারণায় ঠিকঠাকভাবে কাজ করে যেতে পারব। আমার বিশ্বাস প্রতিষ্ঠানটিও আমাকে যথাযথভাবে সহযোগিতা করবে।’ এদিকে আগামী কুরবানির ঈদে মিম অভিনীত দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ একটি সিনেমা মুক্তি পাবে। এছাড়া সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন হান্ট ডাউন’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। এটি ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈতে প্রকাশ পাবে। সর্বশেষ তিনি কলকাতায় সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় জিতের বিপরীতে ‘মানুষ’ নামে সিনেমায় অভিনয় করেছেন।
