Logo
Logo
×

আনন্দ নগর

‘অ্যা মাদার ইন ম্যানভিল’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মঞ্চনাট্যদল প্রাচ্যনাট মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক। নাম ‘অ্যা মাদার ইন ম্যানভিল’। আগামীকাল শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির দুটি প্রদর্শনী হবে। আমেরিকান লেখিকা মার্জোরি কিনান রাওলিংস’র ছোটগল্প থেকে ইংরেজিতে নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব এবং রূপান্তর ও নির্দেশনায় আছেন ফরহাদ হামিদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম