‘অ্যা মাদার ইন ম্যানভিল’
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মঞ্চনাট্যদল প্রাচ্যনাট মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক। নাম ‘অ্যা মাদার ইন ম্যানভিল’। আগামীকাল শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির দুটি প্রদর্শনী হবে। আমেরিকান লেখিকা মার্জোরি কিনান রাওলিংস’র ছোটগল্প থেকে ইংরেজিতে নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব এবং রূপান্তর ও নির্দেশনায় আছেন ফরহাদ হামিদ।
