Logo
Logo
×

আনন্দ নগর

মিমের অন্তর্জালের টিজার প্রশংসিত

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সম্প্রতি প্রকাশ হয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত কুরবানির ঈদের সিনেমা ‘অন্তর্জাল’র টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের এ টিজারটি এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। টিজার দেখে জানা গেছে, তিন তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন ও হচ্ছে ‘অন্তর্জাল’ সিনেমার মূল গল্প। প্রযুক্তি একটি রাষ্ট্রকে কৃত্রিম সংকটের মুখে ফেলে দেয়। আর সেই সংকট থেকে কীভাবে উত্তরণ ঘটবে তার অভিযাত্রা নিয়েই সিনেমাটি নির্মিত হয়েছে। টিজার দেখে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন। প্রশংসা করেছেন মিমেরও। তিনি বলেন, ‘গল্পে বাংলাদেশের যে ধরনের সমস্যা দেখানো হয়েছে সেখানে আমি আমার চরিত্রের মাধ্যমে দেশের উপকারের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এ কারণে পুরো ছবিতে আমাকে একটুও হাসতে দেখা যাবে না। একবার এই ছবি দেখা শুরু করলে পুরোটা শেষ করে বের হতে মন চাবে। দর্শকের প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন।’ নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের পাঁচ মহাদেশে মুক্তি পাবে। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম