Logo
Logo
×

আনন্দ নগর

কন্যা সন্তানের গুরুত্ব নিয়ে ডকুড্রামা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) সম্প্রতি ‘কন্যা আমার আশীর্বাদ’ শিরোনামে একটি ডকুড্রামা নির্মাণ করেছে। পরিবারে কন্যা সন্তানের গুরুত্ব নিয়ে ড্রামাটি নির্মিত হয়েছে। এটি রচনা করেছেন সবুজ মজুমদার ও পরিচালনা করেছেন খোরশেদ আলম চৌধুরী। এতে অভিনয় করেছেন চলচ্চিত্রাভিনেতা মারুফ আকিব ও নাট্যাভিনেত্রী সূচনা শিকদার। এরই মধ্যে ডকুড্রামাটির শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মারুফ আকিব বলেন, ‘নামটির মধ্যেই একটা মায়া আছে। গল্প এবং বিষয়বস্ত আমার কাছে খুব ভালো লেগেছে। যে কারণে কাজটি বেশ আন্তরিকতা নিয়ে করেছি।’ সূচনা শিকদার বলেন, ‘যাদের জন্য সন্তান আছে তারা যে কত ভাগ্যবান এবং তাদের জীবনে কন্যা যে কত বড় আশীর্বাদ তাই এ ডকু ড্রামাটিতে যথাযথভাবে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ নির্মাতাকে এত চমৎকার গল্পে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’ এদিকে মারুফ আকিব সম্প্রতি শেষ করেছেন ছটকু আহমেদের পরিচালনায় নির্মিত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার কাজ। এছাড়া ‘দুই মা’ নামে আরও একটি সিনেমায় কাজ করছেন তিনি। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘রাগী’। অন্যদিকে সূচনাও টিভি নাটকে নিয়মিত কাজ করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম