Logo
Logo
×

আনন্দ নগর

স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত দিঠি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রয়াত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার। শিগ্গির বিবাহিত জীবনের সুখের দুই দশকে পা রাখবেন তিনি। ২০০৪ সালের ৫ আগস্ট ব্যবসায়ী আরিফ এ চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। সম্প্রতি তার স্বামী পূবালী ব্যাংকের পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন। স্বামীর এ সাফল্যে ভীষণ আনন্দিত, গর্বিত ও উচ্ছ্বসিত দিঠি আনোয়ার। তিনি বলেন, ‘আরিফের এ সাফল্যে আমরা পুরো পরিবার আসলে গর্বিত। দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’ এদিকে দিঠি সম্প্রতি তার সংগীত জীবনের তিন দশক পূর্তি উৎসব পালন করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম