Logo
Logo
×

আনন্দ নগর

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ডিপজল

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দীর্ঘদিন পর আবারও পর্দায় এসেছেন একসময়ের খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গতকাল মুক্তি পেয়েছে তার অভিনীত ‘যেমন জামাই তেমন বউ’ নামে একটি সিনেমা। এটি নির্মিত হয়েছে তারই প্রযোজনা সংস্থা থেকে। পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। দেশের ২১টি প্রেক্ষাগৃতে গতকাল থেকে এটি প্রদর্শিত হচ্ছে। এ সিনেমা প্রসঙ্গে ডিপজল বলেন, ‘চেষ্টা করছি দেশি সিনেমার চাকা সচল রাখার। তারই প্রয়াস এ সিনেমা। এর গল্পটা ফ্যামিলি ড্রামা ধাঁচের। আগেও আমরা যখন এ ধরনের সিনেমা বানিয়েছি, দর্শক দেখেছেন। আমার বিশ্বাস এবারও দর্শক পরিবার-স্বজন নিয়ে হলে যাবেন।’ এ সিনেমায় জামাইয়ের ভূমিকায় আছেন ডিপজল; তার বউ অর্থাৎ নায়িকা মৌ খান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম