ওটিটি ভার্সনে জওয়ানের ব্যাপ্তি বাড়ছে
মুক্তির ১২ দিন পরও পর্দা কাঁপাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এ সিনেমা এরই মধ্যে ১১০০ কোটি রুপির গণ্ডি পার করে ফেলেছে। বক্সঅফিসে গড়ছে একের পর এক রেকর্ড। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ২৫০ কোটি রুপির বিনিময়ে জওয়ানের স্বত্ব কিনেছে বলেও জানা গেছে। শাহরুখভক্তদের জন্য নতুন খবর হচ্ছে জওয়ানের ওটিটি ভার্সনে থাকবে একগুচ্ছ চমক। বাড়বে সিনেমার ব্যাপ্তি। তাও ২০ মিনিট। থিয়েটারে এ সিনেমার রানটাইম ২ ঘণ্টা ৪৯ মিনিট। প্রেক্ষাগৃহের পর্দায় একাধিক বাদ পড়া দৃশ্য নিয়ে নতুনভাবে সিনেমাটি ছবি সাজাচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক অ্যাটলি কুমার। তিনি বলেছেন, প্রেক্ষাগৃহে জওয়ানের যে ভার্সন দর্শক দেখেছে, তার চেয়ে কিছুটা অন্যরকম হবে ওটিটি ভার্সন। প্রেক্ষাগৃহে যাতে অ্যাকশন ও ইমোশনের যথার্থ মিশেল তুলে ধরা যায় তাই সিনেমার একাধিক দৃশ্যে সম্পাদনা করেছিলেন। ওটিটি ভার্সনে সেগুলোই যোগ হবে। ফলে সিনেমার রানটাইম বেড়ে যাবে আরও ২০ মিনিট। বর্তমানে নেটফ্লিক্সের জন্য সম্পূর্ণ নতুন ভার্সন তৈরি করতে ব্যস্ত অ্যাটলি। ওদিকে জওয়ানের অস্কার যাত্রা নিয়েও তথ্য দিয়েছেন অ্যাটলি। সিনেমাটি নিয়ে অস্কারের মঞ্চে হাজির হতে চান এ দক্ষিণ ভারতীয় পরিচালক। এজন্য প্রযোজক শাহরুখ খানের সঙ্গেও কথা বলেছেন। উল্লেখ্য, শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা, যার পর পর দুটি সিনেমা (প্রথমটি ‘পাঠান’) এক হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।
ওটিটি ভার্সনে জওয়ানের ব্যাপ্তি বাড়ছে
আনন্দনগর ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুক্তির ১২ দিন পরও পর্দা কাঁপাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এ সিনেমা এরই মধ্যে ১১০০ কোটি রুপির গণ্ডি পার করে ফেলেছে। বক্সঅফিসে গড়ছে একের পর এক রেকর্ড। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ২৫০ কোটি রুপির বিনিময়ে জওয়ানের স্বত্ব কিনেছে বলেও জানা গেছে। শাহরুখভক্তদের জন্য নতুন খবর হচ্ছে জওয়ানের ওটিটি ভার্সনে থাকবে একগুচ্ছ চমক। বাড়বে সিনেমার ব্যাপ্তি। তাও ২০ মিনিট। থিয়েটারে এ সিনেমার রানটাইম ২ ঘণ্টা ৪৯ মিনিট। প্রেক্ষাগৃহের পর্দায় একাধিক বাদ পড়া দৃশ্য নিয়ে নতুনভাবে সিনেমাটি ছবি সাজাচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক অ্যাটলি কুমার। তিনি বলেছেন, প্রেক্ষাগৃহে জওয়ানের যে ভার্সন দর্শক দেখেছে, তার চেয়ে কিছুটা অন্যরকম হবে ওটিটি ভার্সন। প্রেক্ষাগৃহে যাতে অ্যাকশন ও ইমোশনের যথার্থ মিশেল তুলে ধরা যায় তাই সিনেমার একাধিক দৃশ্যে সম্পাদনা করেছিলেন। ওটিটি ভার্সনে সেগুলোই যোগ হবে। ফলে সিনেমার রানটাইম বেড়ে যাবে আরও ২০ মিনিট। বর্তমানে নেটফ্লিক্সের জন্য সম্পূর্ণ নতুন ভার্সন তৈরি করতে ব্যস্ত অ্যাটলি। ওদিকে জওয়ানের অস্কার যাত্রা নিয়েও তথ্য দিয়েছেন অ্যাটলি। সিনেমাটি নিয়ে অস্কারের মঞ্চে হাজির হতে চান এ দক্ষিণ ভারতীয় পরিচালক। এজন্য প্রযোজক শাহরুখ খানের সঙ্গেও কথা বলেছেন। উল্লেখ্য, শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা, যার পর পর দুটি সিনেমা (প্রথমটি ‘পাঠান’) এক হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023