Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটি ভার্সনে জওয়ানের ব্যাপ্তি বাড়ছে

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুক্তির ১২ দিন পরও পর্দা কাঁপাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এ সিনেমা এরই মধ্যে ১১০০ কোটি রুপির গণ্ডি পার করে ফেলেছে। বক্সঅফিসে গড়ছে একের পর এক রেকর্ড। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ২৫০ কোটি রুপির বিনিময়ে জওয়ানের স্বত্ব কিনেছে বলেও জানা গেছে। শাহরুখভক্তদের জন্য নতুন খবর হচ্ছে জওয়ানের ওটিটি ভার্সনে থাকবে একগুচ্ছ চমক। বাড়বে সিনেমার ব্যাপ্তি। তাও ২০ মিনিট। থিয়েটারে এ সিনেমার রানটাইম ২ ঘণ্টা ৪৯ মিনিট। প্রেক্ষাগৃহের পর্দায় একাধিক বাদ পড়া দৃশ্য নিয়ে নতুনভাবে সিনেমাটি ছবি সাজাচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক অ্যাটলি কুমার। তিনি বলেছেন, প্রেক্ষাগৃহে জওয়ানের যে ভার্সন দর্শক দেখেছে, তার চেয়ে কিছুটা অন্যরকম হবে ওটিটি ভার্সন। প্রেক্ষাগৃহে যাতে অ্যাকশন ও ইমোশনের যথার্থ মিশেল তুলে ধরা যায় তাই সিনেমার একাধিক দৃশ্যে সম্পাদনা করেছিলেন। ওটিটি ভার্সনে সেগুলোই যোগ হবে। ফলে সিনেমার রানটাইম বেড়ে যাবে আরও ২০ মিনিট। বর্তমানে নেটফ্লিক্সের জন্য সম্পূর্ণ নতুন ভার্সন তৈরি করতে ব্যস্ত অ্যাটলি। ওদিকে জওয়ানের অস্কার যাত্রা নিয়েও তথ্য দিয়েছেন অ্যাটলি। সিনেমাটি নিয়ে অস্কারের মঞ্চে হাজির হতে চান এ দক্ষিণ ভারতীয় পরিচালক। এজন্য প্রযোজক শাহরুখ খানের সঙ্গেও কথা বলেছেন। উল্লেখ্য, শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা, যার পর পর দুটি সিনেমা (প্রথমটি ‘পাঠান’) এক হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম