Logo
Logo
×

আনন্দ নগর

হ্যালো...

রাজনীতি নিয়ে আমার কোনো রকম মাথাব্যথা নেই

Icon

নূসরাত অনন্যা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। সিনেমার পাশাপাশি নাটকেও মাঝে মাঝে দেখা গেছে তাকে। এখন আর আগের মতো অভিনয়ে নিয়মিত নন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর। সমসাময়িক বিষয়ে প্রায়শই মন্তব্য করেন। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* মাঝে অসুস্থ ছিলেন। এখন কী অবস্থা?

** আল্লাহর রহমত আর সবার দোয়ায় ভালো আছি এখন।

* সম্প্রতি বাজারদর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হঠাৎ এ বিষয়ে কথা বললেন যে?

** এটাকে বিশেষ করে দেখার কিছু নেই। আমি বরাবরই সমসাময়িক বিষয়ে কথা বলি। আমার ভালো লাগলে তাও বলি, মন্দ লাগলে তাও বলি। আর বাজার পরিস্থিতি কারোরই অজানা নয়। সবাই জানেন। এমন তো নয় যে অন্য সময় কম থাকে, আমাকে দেখে দাম বাড়িয়ে দিয়েছে। আসল বিষয় হচ্ছে অন্যরা কথা বলতে পারে না। আমি পারি, তাই বলেছি।

* তার মানে আপনি নিয়মিত বাজারে যান?

** যাব না কেন! আর না গেলে জানি কীভাবে? আমি খুব সাধারণ জীবনযাপন করি। তাই আমার বাজারে যাওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। তাছাড়া আমার রেস্টুরেন্ট আছে। সেটার জন্যও আমাকে বাজারের খোঁজখবর রাখতে হয়। কেন যে এটা নিয়ে আমাকে এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সেটাই বুঝতে পারছি না।

* সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে উসকনিমূলক বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য সহ্য করতে হয়েছে কি?

** অবশ্যই। অনেকবার, অনেক কিছু শুনতে হয়েছে। বিশেষ করে রাজনৈতিক বিষয়ের সঙ্গে আমার মন্তব্যকে মেলানো হয়েছে অনেকবার। আমার সোজা কথা, আমি কোনো দল করি না। সরকার বা রাজনীতি নিয়ে আমার কোনো রকম মাথাব্যথা নেই। সরকার আর রাষ্ট্র ভিন্ন জিনিস। আমি একটি রাষ্ট্রের প্রজা। আমি আমার পরিবার নিয়ে একটু ভালো থাকতে চাই। খাব তো ওই ডাল ভাতই। সেটাই একটু ভালোভাবে খেতে চাই, এই আর কি।

* রেস্টুরেন্টের কথা বলছিলেন। কেমন চলছে সেটা?

** সত্যি বলতে ভালো যাচ্ছে না। কারণ মানুষের পকেটে টাকা থাকলে তখন মানুষ তিনটি বিষয় করে। এক. ভালো খায়, দুই. ঘুরতে যায়, তিন. ভালো কাপড় পরে। বাজারের বিষয় তো আমি বললামই। আপনি শুধু একবার কাপড়ের খোঁজ নিয়ে দেখেন!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম