প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ক্যানসার আক্রান্ত আফরোজা

 আনন্দনগর প্রতিবেদক 
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ক্যানসারের চিকিৎসা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন অভিনেত্রী আফরোজা হোসেন। গত বছর সেপ্টেম্বরে তার ইউটেরাসে ক্যানসার ধরা পড়ে। তা এখন মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন তিনি। দুই ছেলে এবং নিজের জমানো অর্থ দিয়ে এতদিন চিকিৎসা চালিয়ে গেছেন। অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকেও কিছুটা সহযোগিতা করেছে। কিন্তু তা দিয়ে চিকিৎসা চালিয়ে নেওয়া অনেক কঠিন। তাই প্রধানমন্ত্রীর কাছে সরাসরি সহযোগিতা চেয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘ক্যানসারের চিকিৎসা বেশ ব্যয়বহুল। আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আর্থিক সহযোগিতা বিনীতভাবে কামনা করছি। আমার বিশ্বাস তিনি আমাকে নিরাশ করবেন না।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন