প্রকাশের অপেক্ষায় নচিকেতা ও মানিকের গানচিত্র
‘মনের উঠোনে শিরায় মগজে বখাটে কালো ধোঁয়া, ড্রইংয়ে সিলিংয়ে বিছানা বালিশে নীল নীল পরকীয়া’-এ রকম কথামালায় সাজানো জীবনঘনিষ্ঠ একটি গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন ভারতের বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের জীবনমুখী গানের কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। গানের শিরোনাম ‘নীল পরকীয়া’। এর কথা লিখেছেন ও সুর করেছেন মানিক নিজেই। সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। আগামীকাল ‘মানিক মিউজিক’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। এ গান প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘আশা করি, এ গানের মধ্য দিয়ে পরকীয়ার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন তৈরি হবে।’ আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘পরকীয়া একটি সামাজিক ব্যাধি। এটি একটি পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আমার বিশ্বাস এ গানের মাধ্যমে পরকীয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরি হবে।’
প্রকাশের অপেক্ষায় নচিকেতা ও মানিকের গানচিত্র
আনন্দনগর প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
‘মনের উঠোনে শিরায় মগজে বখাটে কালো ধোঁয়া, ড্রইংয়ে সিলিংয়ে বিছানা বালিশে নীল নীল পরকীয়া’-এ রকম কথামালায় সাজানো জীবনঘনিষ্ঠ একটি গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন ভারতের বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের জীবনমুখী গানের কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। গানের শিরোনাম ‘নীল পরকীয়া’। এর কথা লিখেছেন ও সুর করেছেন মানিক নিজেই। সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। আগামীকাল ‘মানিক মিউজিক’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। এ গান প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘আশা করি, এ গানের মধ্য দিয়ে পরকীয়ার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন তৈরি হবে।’ আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘পরকীয়া একটি সামাজিক ব্যাধি। এটি একটি পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আমার বিশ্বাস এ গানের মাধ্যমে পরকীয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরি হবে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023