Logo
Logo
×

আনন্দ নগর

অনুদানের দুই সিনেমা নিয়ে দর্শক আগ্রহ কম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চলতি সপ্তাহে (২৯ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমা। একটির নাম ‘বৃদ্ধাশ্রম’। এটি পরিচালনা করেছেন গায়ক এসডি রুবেল। অভিনয়ও করেছেন তিনি। তার নায়িকা ইয়ামিন হক ববি। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে। সিনেমাটি ১৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। নির্মাতা জানিয়েছেন, মা-বাবার প্রতি দায়িত্ব-কর্তব্য পালন করছে না অনেক সন্তান। বয়স হলে মা-বাবাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। শেষ জীবনে সন্তান-পরিজন ছাড়া কেমন কাটে মা-বাবার জীবন? এমন গল্প নিয়েই তৈরি হয়েছে ‘বৃদ্ধাশ্রম’। অন্য সিনেমাটির নাম ‘দুঃসাহসী খোকা’। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে দেশের ১১টি প্রেক্ষাগৃহে। এ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) সময়কে তুলে ধরা হয়েছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী, মাহমুদা মাহা প্রমুখ। প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে জানা গেছে, দুটি সিনেমার কোনোটির প্রতিই দর্শকদের আগ্রহ তেমন একটা নেই। দর্শকদের অভাবে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ নিয়মিত শো চালাতে পারছে না। সিনেপ্লেক্সে সাধারণত ভালো যাওয়ার কথা থাকলেও গত দুই মাসে যে জোয়ার ছিল বাংলা ও হিন্দি সিনেমা মিলিয়ে-এ দুই সিনেমার ক্ষেত্রে তার ছিটোফোঁটাও নেই। তবে অনুদানের দেশি দুই সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ না থাকলেও শাহরুখ খানে ‘জওয়ান’ কিন্তু এখনো মাঝে মধ্যে হাউজফুল শো দিচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম